Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপপ্রচার ও গুজবকে জবাদিহিতার আওতায় আনতে চান তথ্য প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬

ঢাকা: সদ্য দায়িত্ব পাওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপপ্রচার ও গুজবকে জবাদিহিতার আওতায় আনার জন্য একটি কাঠামো দাঁড় করাতে হবে।

রোববার (১৪ জানুয়ারি) বেলা ১২ টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার হয় বা হচ্ছে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবাহার করেও অপপ্রচার হয়। এটা আমরা সবাই জানি। কাজেই নতুনভাবে আমাদের ভেবে কর্মকৌশল নিতে হবে। কীভাবে অপপ্রচার ও গুজবকে আমরা জবাদিহিতার আওতায় আনতে পারি সেজন্য একটি কাঠামো দাঁড় করাতে হবে।’

তিনি বলেন, ‘যদি অপপ্রচার অবাধ ও স্বাধীনভাবে বিস্তৃতি লাভের সুযোগ পায় তাহলে কিন্তু কোনোকিছুই দিনশেষে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সেটা গণমাধ্যমের স্বাধীনতা বলি, আর যাই বলি। সেখানে আমাদের একটি কর্মকৌশল নিতে হবে আলাদা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি তথ্যের অবাধ প্রবাহ এবং মত প্রকাশের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। আমাদের পুর্ণাঙ্গ অঙ্গীকার আছে। গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমরা নিশ্চিত করেছি এবং করতে চাই। একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে কোনো গোষ্ঠী যদি অপপ্রচার বা মিথ্যাচার করে সেটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। সেটি সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর। অসত্য ও অপপ্রচারকে কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আগামীতে কাজ করতে চাই।’

বিজ্ঞাপন

এ সময় সদ্য সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেন এবং নতুন প্রতিমন্ত্রীকে সহায়তার আশ্বাস দেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

অপপ্রচার গুজব টপ নিউজ তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রতিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর