Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৪:৪৬ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৬:১০

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, আমি নিজে কোনোদিন দুর্নীতি করিনি, আর আমার দফতরে দুর্নীতি হবে সেটাও দেখতে পারব না। দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে দূর করতে আপনার কি ধরনের পদক্ষেপ থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি যেগুলো বলছেন, আপনাদের মতো আমিও শুনছি। ভেতরের খবর আমি জানি না। এটুকু বলতে পারি, দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে।

তিনি বলেন, আমি নিজে জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন তুমি করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবা। আমি সেটাই করব। যদি কোথাও দেখি দুর্নীতি হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রথম কাজ কী হবে— জানতে চাইলে তিনি বলেন, গ্রামগঞ্জে এখন ডাক্তার থাকে না— এটা একটা সমস্যা। এর মূল কারণ কী সেটা খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করব। আমার শুধু একপক্ষের কথা শুনলে হবে না, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। আমাকে ডাক্তারের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। সব দেখে তারপর আমি ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমার প্রথম কাজ হচ্ছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর, একেবারে গ্রাস রুট লেভেলে চিকিৎসাসেবাটা পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্য একদিনে পারব না। আমাকে বসে সবার সঙ্গে কথা বলে, আমার দুই সচিবের সঙ্গে বসে ঠিক করবো কিভাবে কী করা যায়। আমরা যদি ওইটা করতে পারি তাহলে ঢাকা শহরে মাটিতে শুয়ে চিকিৎসা করাতে হবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ সামন্ত লাল সেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর