Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপিকে জনগণ বিশ্বাস করে না বলেই তারা নির্বাচন বর্জন করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ২০:২৮

ঢাকা: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপি জানে, তাদের জন্য মানুষের শুধু ঘৃণাই রয়েছে। মানুষ তাদের বিশ্বাস করে না। তাই তারা নির্বাচন যেতে ভয় পেয়েছে।’

শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে যুবলীগের উদ্যোগে দেশব্যাপী অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন শেখ ফজলে শামস পরশ।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে পরশ বলেন, ‘এই অপরাধী বিএনপিকে মানুষ কোনদিনও ভোট দেবে না। সেই অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে।’

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘যুবলীগ গণমানুষের সংগঠন। আপনারা সর্বদা আমাদের কাছে পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সকল রাজনৈতিক কর্মসূচি আপনাদের কেন্দ্র করে। বঙ্গবন্ধুকন্যার দৃঢ় প্রতিজ্ঞা যে, আপনাদের আর কোনদিন ভাত-কাপড়ের জন্য কষ্ট করতে হবে না।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা বুঝি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপনাদের কিছু কষ্ট হচ্ছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্য সারা বিশ্বেই বেড়ে গেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ এই দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা।’

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আমরা কথায় বিশ্বাস করি না; আমরা কাজে বিশ্বাস করি। কাজে বিশ্বাস করি বলেই আমাদের যুবলীগের নেতা-কর্মীরা, ছাত্রলীগ, কৃষক লীগের নেতা-কর্মীরা করোনার সময় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। নিজেদের জীবন বাজি রেখে তাদের সর্বস্ব দিয়ে এদেশের মানুষের সহায়তা করেছিল।’

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলসহ অন্যরা।

সারাবাংলা/আইই/এমও

জনগণ বিএনপি শীতবস্ত্র বিতরণ শেখ ফজলে শামস পরশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর