Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিসভার সদস্যসহ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১২:৩১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৫:০১

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সমাধি সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় ছোটবোন শেখ রেহানা ও মন্ত্রিপরিষদের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ১১টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে, সকাল ৯টায় দুদিনের সফরে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা থেকে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী। এসময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে গোপালগঞ্জে যান।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে একদিন পরই নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেলেন শেখ হাসিনা। দুই দিনের সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর নিজ নির্বাচনি এলাকার দুই উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) তিনি সেখানে অবস্থান করবেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। শুক্রবার (১২ জানুয়ারি) তিনি নতুন মন্ত্রিসভা নিয়ে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন সাভারে জাতীয় স্মৃতিসৌধতেও।

সারাবাংলা/এনএস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টপ নিউজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর