Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১২:১৬

খুলনা: খুলনায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এনায়েত হোসেন (২৮) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে সকালে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ।

এনায়েত হোসেন খুলনার রূপসা উপজেলার বাসিন্দা।

আড়ংঘাটা থানার (এএসআই) লুৎফুল হায়দার জানান, তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরির সময় তার ছিড়ে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান এনায়েত হোসেন। সকালে তার জড়ানো অবস্থায় এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ