Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১১:৫৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১১:৫৬

ময়মনসিংহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরে একটি কেন্দ্র দখন, ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ওই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ চলছে।

গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৩২ জন। যার মধ্যে পুরুষ ১ হাজার ৫৩০ ও নারী ১ হাজার ৫০২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। ৭ জানুয়ারির ভোটে এই কেন্দ্রটি বাদে ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ২১১ ভোট।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় গৌরীপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ এ ঘটনায় একজনকেও ধরতে পারেনি।

এ ঘটনায় ট্রাক প্রতীকের সোমনাথ সাহা ন্যায়বিচার দাবি করে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও গৌরীপুরে মানববন্ধন করেছেন।

সারাবাংলা/ইআ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-৩ আসন