Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত পলাতক মা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৭:২৫

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ডেইজি বেগম ও তার ছেলে জিয়ারুলকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১২ জানুয়ারি) ভোররাতে ঢাকার সাভার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পুর্ব রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী ডেইজী বেগম ও তার ছেলে জিয়ারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর পাঁচবিবি পৌর এলাকার নাকুরগাছী এলাকা থেকে ১০০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ ডেইজী বেগম ও জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ২০২৩ সালের ২৮ আগস্ট জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন আসামি ডেইজির যাবজ্জীবন ও জিয়ারুলের ৫ বছর সাজা দেন। সেসময় তারা দু’জনই পলাতক ছিলেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, আদালত রায় দেওয়ার পর থেকে র‌্যাব তাদের গ্রেফতারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ ঢাকা ও র‌্যাব-৫ জয়পুরহাট যৌথ অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সারাবাংলা/এসএসআর/এমও

গ্রেফতার জয়পুরহাট পলাতক মা-ছেলে সাজাপ্রাপ্ত

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর