Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাত

স্টাফ করেসপেন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২১:৩৯

ঢাকা: নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণের পর মন্ত্রণালয় বণ্টন করা হয়।

মোহাম্মদ আলী আরাফাত একজন রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট ও যোগাযোগ, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, রাজনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশে গণতন্ত্র ইত্যাদি বিষয়ের উপর লেখালেখি করেন। আরাফাত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ঢাকা-১৭ আসনে দুইবারের সংসদ সদস্য তিনি।

সারাবাংলা/আইই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মোহাম্মদ এ আরাফাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর