Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে [তালিকাসহ]

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২০:১৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৬:১৪

বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ। ছবি: পিআইডি

ঢাকা: নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ২৫ পূর্ণাঙ্গ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।

বিজ্ঞাপন

মন্ত্রীদের শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি

কোন মন্ত্রী কোন দফতরে

  • আ ক ম মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
  • নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়
  • আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ডা. দীপু মনি: সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • মুহাম্মদ ফারুক খান: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়
  • আনিসুল হক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  • মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • মো. আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়
  • সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয়
  • র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • নারায়ন চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়
  • মো. আব্দুর রহমান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • মো. আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়
  • মহিবুল হাসান চৌধুরী নওফেল: শিক্ষা মন্ত্রণালয়
  • ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয়
  • মো. ফরিদুল হক খান: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  • মো. জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয়
  • সাবের হোসেন চৌধুরী: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  • জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • নাজমুল হাসান পাপন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  • স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  • ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীদের শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি

প্রতিমন্ত্রীরা পেলেন যেসব দফতর

বিজ্ঞাপন
  • বেগম সিমিন হোসেন রিমি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
  • নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ
  • জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • মো. মহিববুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • খালিদ মাহমুদ চৌধুরী: নৌপরিবহন মন্ত্রণালয়
  • জাহিদ ফারুক: পানিসম্পদ মন্ত্রণালয়
  • কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  • শফিকুর রহমান চৌধুরী: প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • আহসানুল ইসলাম টিটু: বাণিজ্য মন্ত্রণালয়

আরও পড়ুন-

এর আগে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। এরপর পূর্ণ মন্ত্রী ২৫ জনকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে প্রতিমন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে শপথ নেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার শপথের পাশাপাশি তারা গোপনীয়তার শপথও নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রথমে একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর তিনি বাকিদের শপথ পড়ান। এরপর সংসদ সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সদস্যদের শপথের মাধ্যমে নতুন সরকার গঠিত হলো। একইসঙ্গে অবসান ঘটলো একাদশ জাতীয় সংসদের।

সারাবাংলা/একে

জাতীয়-নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ মন্ত্রিসভার শপথ মন্ত্রী মন্ত্রীদের শপথ শপথ অনুষ্ঠান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর