শপথ নিলেন মন্ত্রিসভার ৩৬ সদস্য
১১ জানুয়ারি ২০২৪ ১৯:২৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:৫৬
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার ৩৬ সদস্য শপথ নিয়েছেন। এদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তারা। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের শুরুতে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর মন্ত্রিপরিষদের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী দুই দফায় শপথ নেন। শপথ বাক্য শেষে তাদের গোপনীয়তা রক্ষার শপথও পড়ান রাষ্ট্রপতি। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে সই করেন।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন তেলওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম। বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল থেকে মন্ত্রিসভার নতুন সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বঙ্গভবনে উপস্থিত হতে শুরু করেন।
শপথ নেওয়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ন চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন, মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী, জনাব মহিবুল হাসান চৌধুরী।
প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন- নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী, আহসানুল ইসলাম (টিটু)।
এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন। আর বুধবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ৩৬ জনকে আমন্ত্রণ জানানো হয়।
তার আগে, বুধবার দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন। একই দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৮ জন সংসদ সদস্য শপথ নেন।
আরও পড়ুন
- শপথ নিলেন ২৫ নতুন মন্ত্রী
- শপথ নিলেন ১১ নতুন প্রতিমন্ত্রী
- পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ শেখ হাসিনার
- মন্ত্রিসভায় কোন বিভাগের কতজন
- মন্ত্রিসভায় নতুন মুখ
- মন্ত্রিসভায় প্রত্যাবর্তন তাদের
- প্রথমবারের মতো মন্ত্রিসভায় তারা
- দ্বাদশের মন্ত্রিসভায়ও ৪ নারী, নতুন মুখ ২ জন
- ‘প্রমোশন’ পেলেন একাদশের ৩ প্রতিমন্ত্রী-উপমন্ত্রী
- টেকনোক্র্যাটে ফের ইয়াফেস, নতুন মুখ সামন্ত লাল
সারাবাংলা/পিটিএম