Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরের কাজ ৫ বছরে শেষ করতে চাই: শামীম ওসমান

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৮:২৭

ঢাকা: নবনির্বাচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এবার ভোট দিয়েছেন। আগামী ১০ বছরে যেসব কাজ শেষ করার কথা, তা ৫ বছরেই শেষ করতে হবে। ১০ বছরের কাজটি আমরা পাঁচ বছরে শেষ করতে চাই।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভে পর সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামীম ওসমান বলেন, ‘আজকে আমরা শপথ নিয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। একাত্তরের পরাজিত শক্তি এবং তারেকের (তারেক রহমান) নেতৃত্বে নতুন সন্ত্রসী সংগঠন সারাবাংলাদেশে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। নির্বাচনের আগের রাতে তারা এমন স্লোগান দিয়েছে, যা কল্পনা করা যায় না। তারা বলেছে ‘ভোট কেন্দ্রে যাবে যারা, লাশ হয়ে ফিরবে তারা’। আল্লাহর রহমতে তাদের এই হুঙ্কারে মানুষ ভয় পায়নি।’

তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে। নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করেছি। এই সরকার জনগণের সরকার। জনগণের যে আকাঙ্ক্ষা, আমরা তা পূরণ করব। প্রধানমন্ত্রী আজকে বলেছেন, মানুষ এতো চ্যালেঞ্জ নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন। ফলে আমাদের জন্য দায়িত্ববোধ অনেক বেশি বেড়ে গেছে। সে কারণে আমাদের আগামী ১০ বছরের কাজ পাঁচ বছরে শেষ করতে হবে। আমরা সেটি করবো ইনশাল্লাহ।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে শামীম ওসমান বলেন, ‘খেলার জন্য ভালো লোক দরকার। যারা খেলতে আসছে, ছোটবেলায় বাপ-মা বলতো, বাজে ছেলের সঙ্গে খেলবা না। তাই ওদের (বিএনপি) সঙ্গে খেলার রুচি আমাদের আর নাই। ওরা আমাদের সঙ্গে খেলার উপযুক্তও না।’

বিজ্ঞাপন

এর আগে, বুধবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই জাতীয় সংসদের প্রতিটি প্রবেশদ্বারে ফুল নিয়ে অপেক্ষা করছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলের সংসদীয় কমিটির সভায় অংশ নেন। এরপর দুপুরে তারা বেরিয়ে এলে নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানান। গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কুশল বিনিয়ম ও শুভেচ্ছা গ্রহণ করেন নব নির্বাচিত সংসদ সদস্যরা।

সারাবাংলা/ইএইচটি/এনএস

এ কে এম শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শামীম ওসমান

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর