শাস্তি পেলো সংক্ষিপ্ততম টেস্টের পিচ
১০ জানুয়ারি ২০২৪ ০৯:১৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ০৯:৩৫
কেপটাউনের সেই পিচ নিয়ে কম সমালোচনার মুখে পড়েনি দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৪২ বল স্থায়ী হওয়া ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের সেই পিচকে এবার শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। ভারত-দক্ষন আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলেছে আইসিসি। একই সাথে এই পিচকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম ১০ টেস্ট
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পড়েছিল ২৩ উইকেট। ম্যাচ শেষ হয়েছিল মাত্র দেড় দিনে। বলের হিসাবে এটিই ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট। অনুমেয়ভাবেই পিচ নিয়ে নানা সমালোচনায় মুখর ছিলেন দুই দলের অধিনায়কসহ অনেকেই। ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার রিপোর্টে জানিয়েছেন, কেপটাউনের পিচ একদমই সন্তোষজনক ছিল না, ‘নিউজিল্যান্ডসের পিচে ব্যাট করা খুবই কঠিন ব্যাপার ছিল। পুরো ম্যাচজুড়েই বল অস্বাভাবিক বাউন্স করেছে। অনেক ব্যাটার গ্লোভসে বল লাগায় আঘাত পেয়েছেন। অসমান বাউন্সের জন্য অনেকেই আউট হয়েছেন।’
আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ভারতের জয়
‘অসন্তোষজনক’ বলার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। আগামী পাঁচ বছরের মাঝে আরও পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য নিষিদ্ধ হবে কেপটাউনের ভেন্যু।
আইসিসির এমন শাস্তি মেনে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই এর বিরুদ্ধে কোনও আপিল করবেন না তারা।
সারাবাংলা/এফএম