এক ঘণ্টা পর সিদ্ধান্ত বদল, বুধবার শপথ নেবে জাতীয় পার্টি
৯ জানুয়ারি ২০২৪ ১৯:৫৮ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ২০:১৩
রংপুর: সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ঘণ্টাখানেকের মাথায় মত বদলিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবন স্কাইভিউয়ে সাংবাদিকদের এ কথা জানান দলের চেয়ারম্যান জি এম কাদের।
জি এম কাদের বলেন, নির্বাচন করে ফেলেছি, তাই ফলাফল প্রত্যাখ্যান করলে মানুষের সমস্যা হবে। রংপুরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের অনেক প্রত্যাশা আছে। আমি রংপুরের ছেলে, অনেক কাজ করব এটি রংপুরবাসীর প্রত্যাশা। আগে যেহেতু রংপুরে উন্নয়নমূলক তেমন কাজ হয়নি। সবাই আশা করছেন এবার আমি নির্বাচিত হয়ে কাজ করব।’
নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমাদের অনেক প্রার্থীর বিজয়ী হওয়ার কথা ছিল কিন্তু হতে পারেনি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন যেন না হয় সে জন্য আমাদের সংসদে যাওয়া দরকার।’
নির্বাচন গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার যে আসনে নিরপেক্ষ করতে চেয়েছে সেখানে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সরকার যেখানে যাকে বিজয়ী করতে চেয়েছে সেটিই হয়েছে। আসলে যেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী ও আওয়ামী লীগের প্রার্থী ছিল সেখানে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরেছে। সেসব কর্মকাণ্ডে সরকারী কর্মকর্তা-কর্মচারী পুলিশ আনসার সহযোগিতা করেছে।’
জাতীয় পার্টির সংসদের বিরোধী দল হচ্ছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘যারা স্বতন্ত্রভাবে বিজয়ী হয়েছে তারা আওয়ামী লীগেরই একাংশ। সংসদে অতীতে কখনো সরকারি দলের স্বতন্ত্র প্রার্থীরা বিরোধীদল হয়নি অর্থাৎ জাতীয় পার্টি আবারও স্বাভাবিকভাবেই বিরোধী দল হচ্ছে।’
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/একে