Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওপেন করলে লারার ৪০০ রানের রেকর্ড ভাঙবেন স্মিথ’

স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারি ২০২৪ ১২:০৫

টেস্টে ওপেনিং করার সুযোগ এসেছে স্মিথের সামনে

ডেভিড ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে তৈরি হয়েছে শূন্যস্থান। উসমান খাজার সাথে সামনের দিনগুলোতে কে ওপেনিংয়ে নামবেন, সেটাই এখন বড় প্রশ্ন। ওপেনার হিসাবে এরই মাঝে শোনা যাচ্ছে ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথের নাম। সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, ওপেনিং করলে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও ভেঙ্গে ফেলার সম্ভাবনা আছে স্মিথের।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজ শেষে টেস্ট ও ওয়ানডেকে বিদায় বলেছেন ওয়ার্নার। ওপেনিংয়ে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, এটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ওপেনিংয়ে নামা নিয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন স্মিথ। যদিও স্মিথের ওপেনিংয়ে নামা নিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স খুব একটা আশাবাদী নন। স্মিথের পাশাপাশি ওপেনার হিসাবে নাম উঠে এসেছে গ্রিনেরও।

বিজ্ঞাপন

ক্লার্ক জানিয়েছেন, ওপেনার হিসাবে দারুণ পারফর্ম করবেন স্মিথ, ‘স্মিথ দারুণ একজন ক্রিকেটার। ওপেনিংয়ের চ্যালেঞ্জটা সে নিতে চাইবে। যদি সে ওপেনিংয়ে নামে, আগামী ১২ মাসের মাঝে সে সেরা ওপেনারদের একজন হবে। সে লারার ৪০০ রানের রেকর্ড ভাঙলেও অবাক হওয়ার কিছু নেই। সে আরও বেশি সময় পাবে ব্যাটিংয়ের। স্মিথ যদি চায় তাহলে তাকে ওপেনিংয়ে নামানো হবে। নাহলে গ্রিন ওপেনিংয়ে নামবে।’

শেষ পর্যন্ত স্মিথ না গ্রিন, কে হবেন খাজার ওপেনিং সঙ্গী?

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া ক্রিকেট লারা স্মিথ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর