Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ০৯:৪২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৪ ১২:২৯

বাগেরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে ২ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৯ প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের থেকে একটি ভোট বেশি পেতে হবে। এর নিচে পেলে তিনি জামানত হারাবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান, তথ্য অনুযায়ী ২১ জন প্রার্থী কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৩ লাখ ৫২ হাজার ৮২১টি ভোটের মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৬৯৩টি ভোট কাস্ট হয়েছে।

এ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিজয়ী প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৯৩৯ ভোট। এ আসনে তার প্রতিদ্বন্দ্বি ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের এইচ এম আতাউর রহমান আতিকী ১১৭৫ ভোট, এনপিপি’র বাসুদেব গুহ ২০৬৫ ভোট, জাতীয় পার্টির মো. কামরুজ্জামান ৫২১০ ভোট, বিএনএম‘র মো. মঞ্জুর হোসেন শিকদার ২৭৯৬ ভোট এবং তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান ১৭৮৫ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনেও ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। এ আসনে ৩ লাখ ২০ হাজার ১৪১ ভোটের মধ্যে ২ লাখ ৫ হাজার ৮৭২টি ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট।

জামানত হারানো প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন ১৪৫৫ ভোট, জাকের পার্টির খান আরিফুর রহমান ৩১৬৩ ভোট, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ২৭৬২ ভোট, বিএনএম‘র সোলায়মান শিকদার ১৯০৭ ভোট এবং জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম ৪১৭৪ ভোট।

বিজ্ঞাপন

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী প্রার্থী নৌকার হাবিবুন নাহার ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে। তবে এ আসনে বিভিন্ন দলের অন্য ৫ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ২ লাখ ৫৪ হাজার ৮৫৮ ভোটের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৯৩০ ভোট কাস্ট হয়েছে।

এখানে বিজয়ী প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৮৪ হাজার ৩৭২, স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট।

জামানত হারানোরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ২০৮ ভোট, তৃণমূল বিএনপি ২২৮ ভোট, জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি ৬৭০ ভোট, বিএনএম‘র ৪২৩ ভোট এবং জাসদের শেখ নুরুজ্জামান মাসুম ৩৩৮ ভোট।

অন্যদিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনেও ৭ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ ভোটের মধ্যে ২ লাখ ১৪ হাজার ৭৬৭ ভোট কাস্ট হয়েছে।

এখানে বিজয়ী প্রার্থী নৌকার এইচ এম বদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৩৪ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ৯৯২ ভোট, এনপিপি‘র মোহাম্মদ লোকমান ১৬১১ ভোট, বিএনএম‘র মো. রেজাউল ইসলাম রাজু ৬৩৬ ভোট, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা ৬০৭ ভোট, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী ২২২০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন পেয়েছেন ৫৩৭৬ ভোট।

তবে এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন নির্বাচনের দিন দুপুরে ভোট বয়কট করেছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ‘৪টি আসনের মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তারা সবাই কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পেয়েছেন। শুধুমাত্র বিজয়ী ৪ প্রার্থী ও বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জামানত জামানত হারিয়েছেন টপ নিউজ বাগেরহাট

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর