Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ২০:২৫

নড়াইল: দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নড়াইল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মাশরাফিকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছেন নড়াইলবাসী। সংসদ সদস্য’র পাশাপাশি মাশরাফি কী আরও বড় জায়গায় স্থান পাবেন— এ বিষয়টি নিয়ে জেলার সর্বত্র আলোচনা শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন মাশরাফি প্রধানমন্ত্রীর স্নেহধন্য। এর আগে, নড়াইলে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া না লাগলেও মাশরাফি এমপি হওয়ার পর এ জেলায় কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে।

বিজ্ঞাপন

মাশরাফি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ জেলায় উন্নয়নের ছোঁয়া আগের তুলনায় আরও অনেক বেশি হবে। মাশরাফি দ্বিতীয়বারের মতো জয়লাভের পর তাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান বলেন, ‘মাশরাফির প্রচেষ্টায় নড়াইলে আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, নড়াইল শহরের ফোর লেন সড়ক, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নার্সিং কলেজ, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রায় আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও লোহাগড়ায় ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

নড়াইল পৌর আওয়ামী লীগের নেতা ও সমাজ সেবক বাবুলাল ভট্টাচার্য বলেন, ‘মাশরাফি একজন মানবিক এমপি। তার হাতের স্পর্শে নড়াইল নতুন নড়াইলে পরিণত হয়েছে। তার হাত দিয়ে নড়াইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা তাকে (মাশরাফি) আরও অনেক বড় জায়গায় দেখতে চাই।’

বিজ্ঞাপন

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বিপুল ভোটে জয়লাভের পর বিভিন্ন শ্রেণি-পেশার উদ্দেশে তিনি বলেন, ‘বিগত নির্বাচনে নড়াইলের লোকজন আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন, এবারও সেভাবে গ্রহণ করেছেন বলে আমি মনে করি। নড়াইলের জন্য আমার অনেক প্ল্যান আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব। বিগত দিনগুলোতে যেভাবে এলাকার মানুষের পাশে ছিলাম, আগামীতেও সেভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।

সারাবাংলা/একে

আওয়াম লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-২ নির্বাচন ভোটার মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর