চুয়াডাঙ্গার দু’টি আসনেই টানা ৪ বার নৌকার জয়
৮ জানুয়ারি ২০২৪ ১২:৫৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১২:৫৮
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসনে চতুর্থবারের মত নৌকা প্রতীকের দু’জন প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রির্টানিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বেসকারিভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীকে ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট।
অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আজগার টগর নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হাশেম রেজা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৮৩৪ ভোট।
সারাবাংলা/এমও