Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১০:৫৪

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফুয়াদ কাজী (৪১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ কাজী চৌদ্দবুড়িয়া গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে।

সোমবার (৮ জানুয়ারি) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। ফুয়াদ কাজী জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেনের অনুসারী ছিলেন। এ কারণে স্থানীয় একজন জনপ্রতিনিধির সঙ্গে তার বিরোধ চলছিল।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘পূর্বশত্রুতায় এমন ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর