এক বছর পর টি-টোয়েন্টিতে ফিরছেন কোহলি-রোহিত
৮ জানুয়ারি ২০২৪ ১১:০২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ ১১:০৩
দুজনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। বিরাট কোহলি ও রোহিত শর্মা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। অবশেষে ভারতের জাতীয় দলের টি-টোয়েন্টি দলে ফিরলেন কোহলি-রোহিত। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়ে এক বছরেরও বেশি সময় পর এই ফরম্যাটে ফিরছেন তারা।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে শান্তদের প্রতিপক্ষ কারা
শেষবার কোহলি-রোহিতকে ভারতের জার্সি গায়ে ২০ ওভারের ক্রিকেটে দেখা গিয়েছিল ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে হারের পর আর এই ফরম্যাটে ভারতের হয়ে খেলেননি তারা। দীর্ঘ সময়ের বিরতিতে গুঞ্জন উঠেছিল, এই ফরম্যাটে হয়তো আর দেখা যাবে তাদের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।
আরও পড়ুন- শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
তবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন কোহলি-রোহিত। দলের অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত। ইনজুরির কারণে স্কোয়াডে নেই হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার জাদব।
জুনে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-২০ সিরিজ। ১১ জানুয়ারি মোহালিতে হবে সিরিজের প্রথম ম্যাচ।
সারাবাংলা/এফএম