মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে আরব পার্লামেন্টের পর্যবেক্ষকরা
৭ জানুয়ারি ২০২৪ ১৪:৪৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১২
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-২ আসন ও মুন্সীগঞ্জ-১ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন আরব পার্লামেন্টের ১০ সদস্যদের পর্যবেক্ষক দল।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান উপজেলা ও মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন তারা।
তবে নির্বাচন পর্যবেক্ষণ শেষে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত ফেরদৌস জানান, আরব পার্লামেন্টের ১০ সদস্যের পর্যবেক্ষক দল মুন্সীগঞ্জের ১ ও ২ আসনের কয়েকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে দুপুর ১টার দিকে চলে যান।
তিনি আরও জানান, ইউরোপিয় ইউনিয়নের কয়েকজন পর্যবেক্ষক মুন্সীগঞ্জে এসেছিলেন। কিন্তু তারা নিজেদের মতো পর্যবেক্ষণ করে ফিরে গেছেন।
সারাবাংলা/এমও
আরব পার্লামেন্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক ভোটকেন্দ্র মুন্সীগঞ্জ