Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ৪ ঘণ্টায় কাঞ্চন-দাউদপুরে ভোট পড়েছে ৪৫ শতাংশের বেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৪:২৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১২

কাঞ্চন, দাউদপুর (রূপগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটের প্রথম চার ঘণ্টায় ৪০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে, যা কাঙ্ক্ষিত মাত্রার কাছাকাছি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রূপগঞ্জের কাঞ্চন ও দাউদপুর পৌরসভা এলাকায় কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৬, ৩৭ নম্বর কেন্দ্র), কেন্দুয়া সকরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩ নম্বর কেন্দ্র), নুরুন নেছা উচ্চ বিদ্যালয় (৬৬ নম্বর কেন্দ্র), উত্তর খৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬৭ নম্বর কেন্দ্র), বেলদী দারুল হাদিস ফাজিল মাদ্রাসা (৬৮ নম্বর কেন্দ্র) ঘুরে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৩৭ নম্বর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৮৬। দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় কাস্ট হয়েছে ৯৮৬ ভোট। যা মোট ভোটের প্রায় ৫০ শতাংশ। ভোট কাস্টের এই শতাংশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসর মো. শাহ আলম সারাবাংলাকে বলেন, সকাল থেকে ভোটার উপস্থিত ছিল সন্তোষজনক। আশা করছি পরবর্তী চার ঘণ্টায় এটা ৬০ শতাংশে গিয়ে দাঁড়াবে।’

কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৩৩ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৪৫। দুপুর ১২ টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১১০৫টি, যা মোট ভোটের ৪০ শতাংশের কাছি। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আসিফ মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘প্রথম চার ঘণ্টার বিবেচনায় এ ভোট সন্তোষজনকই বলতে হবে। আশা করছি পরের চার ঘণ্টায় ভোটের কাঙ্খিত শতাংশ কাস্ট হয়ে যাবে।’

উত্তর খৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৬৭ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৫৫৯ জন। দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় কাস্ট হয়েছে১৫৬১ ভোট, যা মোট ভোটের ৪৪ শতাংশ। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আশরাফুল আলম সিদ্দিকী সারাবাংলাকে বলেন, ‘আশা করছি বিকেল ৪টা নাগাদ ৬০ শতাংশ ভোট কাস্ট হবে।’

বিজ্ঞাপন

নুরুন নেছা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ৬৬ নম্বর কেন্দ্রে মোট ভোট ৩৭৫৮। দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় কাস্ট হয়েছে ১৭৩১টি ভোট, যা মোট ভোটের ৪৬ শতাংশ। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. ফরিদ হোসেন মোল্লা সারাবাংলাকে বলেন, ‘প্রথম চার ঘণ্টায় এই ভোট কাস্টিং সন্তোসজনক। এই মুহূর্তে লান্স টাইম চলছে। বিকেলে হয়তো ভোটার উপস্থিতি আবার বাড়বে। আশা করছি ৬০ শতাংশের বেশি ভোট কাস্ট হবে।’

বেলদী দারুল হাদিস ফাজিল মাদ্রাসায় স্থাপিত ৬৮ নম্বর কেন্দ্রে ভোটার সংখ্যা ৪১৪৯ জন। কাঞ্চন-দাউদপুর পৌরসভার মধ্যে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলতনামুল কম। তাও দুপুর ১২ টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ১৩৮৬টি, যা মোট ভোটের ৩৩ শতাংশের বেশি।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত যা কাস্ট হয়েছে, সেটা পরিস্থিতি বিবেচনায় খারাপ বলা যাবে না। আশা করছি, পরের চার ঘণ্টায় এ ফিগারটা ৫০ শতাংশের বেশি গিয়ে দাঁড়াবে।’

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা এবং কেটলির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের সম্ভাবনা থেকে সকালে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমলেও বিকেলের দিকে এটা আবার বাড়তে পারে।

সারাবাংলা/এজেড/এনইউ

কাঞ্চন দাউদপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর