রাসিক প্যানেল মেয়র নিযাম আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১০:৩৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১০:৪১
৭ জানুয়ারি ২০২৪ ১০:৩৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ১০:৪১
রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়।
তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি প্রার্থীর পক্ষ নিয়ে টাকা বিলি, অন্য প্রতীককে ভোট দিলে কেন্দ্র না যেতে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা তাকে নিজ এলাকা থেকে আটক করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/ইআ