Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১০:৩৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:১৫

বরিশাল: বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায়।

বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশন অফিসার রুহুল আল আমিন জানান, বাংলাদেশ ব্যাংকের সামনেই তাদের স্টাফ বাসটি পার্কিং করা ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভিতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/ইআ

বরিশাল বাসে আগুন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর