Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৮

ঢাকা: রাজধানীর গোপীবাগে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। সেখানে বলা হয়, আগুনের ঘটনা নাশকতামূলক কাজ কি না তা উদ্ঘাটন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আহতদের চিকিৎসার জন্য দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন তিনি।

এর আগে, যশোরের বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের দিকে যাওয়ার সময় গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসটিতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেসে আগুন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর