Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে প্রশিক্ষণ নেবেন ৫০ বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ০১:২১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ০২:৫১

ঢাকা: প্রশিক্ষণে অংশ নিতে ভারত যাচ্ছেন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, সিনিয়র সহকারী জেলা জজ, সহকারী জেলা জজ পদ মর্যাদার ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রশিক্ষণের অংশগ্রহণের অনুমতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে একটি স্মারক জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়ার সই করা স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো।

এসব বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওই প্রশিক্ষণ অংশ নিতে অনুরোধ করা হয়েছে স্মারকে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।

প্রশিক্ষণের জন্য নির্বাচিত ৫০ জন বিচারকের তালিকা দেখুন এখানে—

সারাবাংলা/কেআইএফ/টিআর

আইন মন্ত্রণালয় প্রশিক্ষণ বিচার বিভাগ বিচারক ভারতে প্রশিক্ষণ