Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২০:৩৫

ঢাকা: বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে আমূল পরিবর্তন আনা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন কেনা ২৫টি ডাম্প ট্রাকের উদ্বোধনী আয়োজনে তিনি একথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘আমরা দেখেছি, এক সময় ঢাকা শহরে বর্জ্য উপচে পড়ে থাকতো। রাস্তা, নর্দমা, হাঁটার পথে প্রায় শতভাগ বর্জ্য পড়ে থাকতো। এ খাতে অব্যবস্থাপনা ছিল। আমরা বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছি। এখন প্রায় ৮০ শতাংশ বর্জ্য আমরা নিয়মিতভাবে সংগ্রহ করে মাতুয়াইল ভাগাড়ে নিয়ে যেতে পারছি।’

এটিকে একটি বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে মেয়র বলেন, ‘এই কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য রাত থেকে ভোর পর্যন্ত আমাদের ব্যাপক যান যন্ত্রপাতি ও যানবাহন প্রয়োজন হয়। সকাল বেলা নগরবাসী গন্তব্যে যাওয়ার জন্য যখন বের হয় তখন তারা যেন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর পায়, সেজন্য নিয়মিত আমরা এই কাজ পরিচালনা করে থাকি।’

নিজস্ব অর্থায়নে ১৭ কোটি ২৭ লাখ ৪৭ হাজার টাকায় এসব ডাম্প ট্রাক কেনা হয়েছে। নতুন যানের প্রয়োজনীয়তা উল্লেখ করে মেয়র বলেন, ‘যান যন্ত্রপাতির অভাবে সব বর্জ্য নিয়মিত সংগ্রহ করতে পারতাম না। বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরের জন্য করপোরেশনের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ২৫টি ডাম্প ট্রাক কেনা হলো। নিজস্ব অর্থায়নেই আমরা ১০ টন সক্ষমতার অত্যাধুনিক এসব ডাম্প ট্রাক কিনেছি। এতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।’

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা বশিরুল হক ভূঁইঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা ফজলে শামসুল কবির উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

পরিবর্তন বর্জ্য ব্যবস্থাপনা মেয়র তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর