জাতির উদ্দেশে ভাষণে যা বললেন শেখ হাসিনা
৪ জানুয়ারি ২০২৪ ১৯:২৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৪ ০১:৪৯
ঢাকা: আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। একইসঙ্গে আওয়ামী লীগের শাসনামলে দেশের আর্থসামাজিক কী কী ইতিবাচক পরিবর্তন এসেছে, সেই তথ্যও তুলে ধরেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে এ ভাষণ দেন শেখ হাসিনা। সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি ভাষণ শুরু করেন।
ভাষণের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শহিদ হওয়া তার পরিবারের সদস্যদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা। স্মরণ করেন জাতীয় চার নেতাসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিভিন্ন সময় অবদান রাখা নেতাদের। একাত্তরের ৩০ লাখ শহিদসহ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহতদের কথাও স্মরণ করেন তিনি।
আরও পড়ুন- বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পক্ষে আছে: শেখ হাসিনা
ভাষণে পঁচাত্তর পরবর্তী সময়ে সামরিক শাসনামলের কথা তুলে ধরেন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নির্বাসনে থাকতে বাধ্য হওয়া এবং পরে দেশে ফিরে গণতন্ত্রের পক্ষে লড়াই-সংগ্রামের কথা তুলে ধরেন।
আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অন্যান্য সময়ে অনিয়ম-দুর্নীতির বিভিন্ন তথ্যও শেখ হাসিনা তুলে ধরেন। বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থেকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হওয়ার পথে। আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে চায়। সেই ধারাবাহিকতা ধরে রাখতে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন শেখ হাসিনা।
জাতির উদ্দেশে দেওয়া শেখ হাসিনার পুরো ভাষণ নিচে তুলে ধরা হলো—
আরও পড়ুন-
জাতির উদ্দেশে ভাষণে নৌকায় ভোট প্রার্থনা শেখ হাসিনার
‘সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত করে— এমন ধারণাকে প্রশ্রয় দেবেন না’
ইশতোহরের অগ্রাধিকার ১২ দফার কথা ফের তুলে ধরলেন শেখ হাসিনা
সারাবাংলা/এনআর/টিআর
জাতির উদ্দেশে ভাষণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি ইশতেহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা