Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৌকায় ভোট দিলে চট্টগ্রামের প্রকৃতি রক্ষা পাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ২১:৫৪

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর প্রাকৃতিক পরিবেশ ধ্বংস রুখে দেওয়া হবে জানিয়ে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘নৌকা প্রকৃতির প্রতীক। নৌকায় ভোট দিলে চট্টগ্রাম শহরের গাছগাছালি, পাহাড়-প্রকৃতি রক্ষা পাবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর সিআরবিতে গণসংযোগের সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল একথা বলেছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী নওফেল বলেন, ‘এই সিআরবিতে হাসপাতাল নির্মাণের একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। আপানার অনেকেই তখন আন্দোলন করেছিলেন। আমরা যারা সরকারে ছিলাম, আপনাদের ম্যাসেজ সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে সিআরবির পরিবেশ সুরক্ষা হয়েছে।’

‘আমরা চট্টগ্রামকে ইট-পাথরের নগর নয়, সবুজ চট্টগ্রাম হিসেবে গড়তে চাই। আমরা গাছগাছালি আর পাহাড়ঘেরা চট্টগ্রামকে রক্ষা করতে চাই। যারা শহরের পরিবেশ ধ্বংস করবে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

নওফেল আরও বলেন, ‘নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনেছে, এই নৌকা স্মার্ট বাংলাদেশ আনবে, এই নৌকা সবুজ বাংলাদেশ গড়বে। আপনারা আমাকে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিন।’

এসময় অন্যান্যের মধ্যে চসিকের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও আনজুমান আরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ

চট্টগ্রাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর