Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পের পাশে গুলি, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ০০:৫৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ০১:০০

ইলেকট্রনিক্সের দোকানের থাই গ্লাসে গুলির দাগ। ইনসেটে গুলির খোসা। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনি ক্যাম্পের পাশে একটি ইলেকট্রনিক্স দোকানে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুজন আহত হয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী সবুজ ও তার অনুসারীদের দাবি, তাদের নির্বাচনি ক্যাম্প লক্ষ্য করেই গুলি করা হয়েছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে তা পাশের ওই দোকানে লেগেছে।

সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া সলিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে গাজীপুর-৩ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের অস্থায়ী নির্বাচন ক্যাম্প তৈরি করা হয়েছে। ওই ক্যাম্পেরই লাগোয়া ব্যবসা প্রতিষ্ঠান মীম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি। এর আগে গত ২২ ডিসেম্বরই এই ক্যাম্পে হামলা হয়েছিল বলে জানিয়েছেন সবুজের অনুসারীরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত দুজন হলেন— মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চকপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও গ্রাম আওয়ামী লীগের সভাপতি চকপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)।

স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনি ক্যাম্প। ছবি: সারাবাংলা

আহত সাজেদুল ইসলাম বলেন, নির্বাচরি ক্যাম্পের পাশে মীম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি দোকানে বসে সন্ধ্যার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় ফুলবাড়ীয়া থেকে মাওনা অভিমুখী দুই-তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে গুলি করে। এতে ক্যাম্পসংলগ্ন ইলেকট্রনিক্স দোকানের থাই গ্লাসে গুলি লাগে। গুলির আঘাতে ভেঙে যাওয়া কাঁচের টুকরার আঘাতে আমরা দুজন আহত হয়েছি।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি পূর্বপরিকল্পিত। আজ রাত ৮টায় আমার এই ক্যাম্পে আসার কথা ছিল। আমাকে হত্যার জন্যই তারা এ হামলা চালিয়েছে।’

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন বলেন, ঘটনার পরপরই শ্রীপুর থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পের পাশে একটি ইলেকট্রনিক্সের দোকানে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পরপরই শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, শ্রীপুর থানার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/টিআর

ইকবাল হোসেন সবুজ গাজীপুর গাজীপুর-৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি ক্যাম্পে গুলি সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর