Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির লিফলেট কেউ দেখেও না, পড়েও না’

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ২২:১০

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি-জামায়াতের ৭ জানুয়ারি নির্বাচনের ভোট বর্জনের লিফলেট কেউ দেখে না, পড়েও না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াতকে করোনাকালে মানুষের পাশে দেখা যায়নি, বন্যার সময় তাদের দেখা পাওয়া যায় না। কারও দরজায় একমুঠো চাল নিয়ে তারা যায়নি। দুর্যোগ-দূর্বিপাকে মানুষের পাশে না থেকে এখন লিফলেট নিয়ে আসছে ভোট বর্জনের জন্য। এ ধরণের বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে বানচালের জন্য বিএনপি-জামায়াতের লিফলেট কেউ দেখেও না, কেউ পড়েও না। বিএনপির নেতা যারা লিফলেট বিতরণ করেন তারা ১০টি করে ছবি তুলে আবার গলির ভেতরে পালিয়ে যায়, মানুষে ধাওয়া করবে এ ভয়ে। এরপর ছবিটা ফেসবুকে দেয়। তাদের এখন খুঁজে পাওয়া যায় না। তাদের নাকি এখন পেরেশানি রোগ হয়েছে। সেজন্য নাকি তারা ইন্ডিয়া ও ঢাকায় চিকিৎসা করতে গেছে। তাদের শারীরিক ও মানসিক দুটোই সমস্যা হয়েছে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আগে ভোট এলে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা জনসাধারণকে বলতো, ভোট বুঝে শুনে দিতে হবে। আওয়ামী লীগে ভোট দিলে ইসলাম চলে যাবে। ফিলিস্তিনের মুসলমানদের ইসরাইল যেভাবে হত্যা করছে এখন তাদের মুখে কোনো শব্দ নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে এ বর্বরতার প্রতিবাদ জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আমি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিদিন এ ঘটনার প্রতিবাদ করেছি। অথচ বিএনপি-জামায়াতের মুখ দিয়ে ইসরাইলের বিরুদ্ধে একটি শব্দও বের হয়নি। এখন তাদের চেহারা দেখাতেও লজ্জা হচ্ছে।’

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও চন্দ্রঘোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল আহমদের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মুহাম্মদ আলী শাহ, শাহজাহান সিকদার, ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিছ আজগর, আবু তাহের, হারুন সওদাগর, ইলিয়াছ কাঞ্চন চৌধুরী ও আবু মনছুর।

সারাবাংলা/আইসি/পিটিএম

তথ্যমন্ত্রী বিএনপি লিফলেট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর