ভূমিদস্যুদের হাত থেকে বাড়িঘর রক্ষায় নৌকায় ভোট দিন: গাজী
১ জানুয়ারি ২০২৪ ১৫:৪২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৪ ২০:০২
রূপগঞ্জ থেকে: ভূমিদস্যুদের পুতুলের হাতে ক্ষমতা তুলে না দিয়ে নিজেদের বাড়িঘর রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘তারা (ভূমিদস্যু) এখানে পুতুল এমপি বানাতে চায়। তাদের প্রতিনিধি ক্ষমতায় এলে আপনাদের জায়গা জমি বাড়িঘর কিছুই রাখবে না। আপনারা সাবধানে থাকবেন। সাবধানে থেকে সবাইকে বলবেন, যদি বাড়িঘর রক্ষা করতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দেবেন। নৌকা মার্কা হলো আস্থার প্রতীক।’
সোমবার (১ জানুজারি) দুপুরে রূপগঞ্জের ভোলাব ইউনয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় ‘নৌকা নৌকা’, ‘গাজী গাজী’ স্লোগানে উত্তাল হয়ে উঠে এলাকা। মিছিল ও পথসভায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা যোগ দেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আগামীতে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন, শেখ হাসিনার মার্কা হলো নৌকা। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন, কারণ নৌকা প্রতীকের প্রার্থীরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে। অনেকেই বলছে তারাও নাকি আওয়ামী লীগের সঙ্গে আছে, এসব মিথ্যা কথা। আপনারা সাবধানে থাকবেন কারণ তারা একজনের প্রতিনিধি, তারা পুতুল।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো ভুল-ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আগামীতে নতুন গাজী হিসাবে আপনাদের সঙ্গে থাকবো। এই এলাকায় যাতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে সেই ব্যবস্থা আমি করবো। আপনারা যাতে নিরাপদ থাকতে পারেন তা আমি নিশ্চিত করবো।’
পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ হচ্ছে। প্রতিটি অঙ্গসংগঠনের কমিটি আছে। সব জায়গায় নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নারী ভোটাররা আমাদের সঙ্গে আছে। মহিলা আওয়ামী লীগের কমিটি আছে। নেত্রীরসহ সব বয়সের নারী ভোটাররা এখন নৌকার পক্ষে ঘর থেকে বের হয়ে এসেছেন। গতকাল ১২৮টি কেন্দ্রের সামনেই একযোগে নৌকার পক্ষে মিছিল হয়েছে। নৌকার পক্ষে এমন গণজোয়ার দেশের আর কোন আসনে তৈরি হয়নি।’
নৌকার ক্যাম্প পুড়িয়া দেওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নৌকার এই প্রার্থী বলেন, ‘কিছু সংখ্যক দুষ্ট লোক আছে, তারা নির্বাচনকে প্রতিহত করতে চায়। হয়তো তারা আমার গণজোয়ারকে ভয় পেয়ে এমনটি করতে পারে কিংবা বিএনপির লোকেরা নির্বাচনকে বন্ধ করার জন্যও করতে পারে। কে করতে পারে জানিনা, তবে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কেউ এটি করে থাকার সম্ভাবনা বেশি। প্রতিপক্ষরাই হয়তো আমাদের ক্যাম্প পুড়িয়েছে।’
নৌকার ক্যাম্প পোড়ানোয় ভোটারদের উপর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ভোটাররা আরও উৎসাহিত হচ্ছে। যত বেশি চাপ, তত বেশি উত্তাপ।’
অর্থের ছড়াছড়ি বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জনগণ বোঝে, ৫০০ টাকা, হাজার টাকা, দুই হাজার টাকায় ভোট বিক্রি করলে পরে তাদের বাড়িঘর থাকবে না, এটা তার বোঝে। তারা (প্রতিপক্ষ) গোপনে গোপনে টাকা দিতে পারে। কিন্তু টাকা নিয়ে কিংবা না নিয়েও এখানকার ভোটাররা কিন্তু ভূমিদস্যুদের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে না।’
সারাবাংলা/ইএইচটি/এমও
গোলাম দস্তগীর গাজী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকায় ভোট বস্ত্র ও পাটমন্ত্রী বাড়িঘর রক্ষা ভূমিদস্যু