মুশফিক কি পারবেন শততম টেস্ট ম্যাচ খেলতে?
১ জানুয়ারি ২০২৪ ১০:০৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৪ ১০:০৯
২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে ২৪ বছর। বাংলাদেশ খেলেছে ১৪০টি টেস্ট। কিন্তু এখনো কোনও বাংলাদেশী ক্রিকেটার ছুঁতে পারেননি ১০০তম টেস্টে মাইলফলক। নতুন বছরে নতুনভাবে লেখা হতে পারে ইতিহাস। প্রথম বাংলাদেশী হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। এই কীর্তি গড়তে আর মাত্র ১২টি ম্যাচ খেলতে হবে তাকে।
২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় মুশফিকের। এরপর গত ১৮ বছরে এই উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৮৮ টেস্ট। বাংলাদেশের ইতিহাসে তিনিই সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার। ১৬৩ ইনিংসে মুশফিক করেছেন ৫৬৭৬ রান, আছে ১০টি সেঞ্চুরিও, সর্বোচ্চ রান ২১৯।
মুশফিকের সামনে এবার হাতছানি দিচ্ছেন নতুন ইতিহাসের। আগামী বছর মোট ৪০ টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মাঝে আছে ১৪টি টেস্ট, যা এক বছরে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। এই ১৪ ম্যাচের মাঝে ১২টি ম্যাচ খেলতে পারলেই মুশফিক ছুঁয়ে ফেলবেন ১০০ টেস্টের মাইলফলক।
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের কলিন কোওড্রে, ১৯৬৮ সালে নিজের ১০০ তম টেস্ট খেলেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০০ টেস্ট খেলা ক্রিকেটারের সংখ্যা ৭৫ জন। এর মাঝে বর্তমানে খেলছেন মাত্র ৮জন। এই এলিট ক্লাবের তালিকায় কি প্রবেশ করতে পারবেন মুশফিক?
সারাবাংলা/এফএম
১০০ তম টেস্ট ২০২৪ ক্রিকেট টপ নিউজ বাংলাদেশ মুশফিকুর রহিম রেকর্ড