ইসরায়েলি হামলায় ইরানের ১১ সেনা নিহত
৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:০৮
সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্ক বিমানবন্দরে এক সিনিয়র প্রতিনিধিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সেনা সদস্যরা, ওই সময় এই বিমান হামলার ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন।
যদিও আইআরজিসি একে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে দক্ষিণ সিরিয়া এবং দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলার কথা জানায়।
নিহত সেনারা মূলত সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। ইরানের বাইরে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে এই বিপ্লবী গার্ডের সেনারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।
উল্লেখ্য, সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরায়েল কখনও কোনো ধরনের তথ্য দেয় না। তবে তারা সব সময় বলে আসছে, ইরানকে কখনই সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না।
সারাবাংলা/ইআ