ভোটে যাদের সমর্থক নেই তারাই ভূরিভোজ করায়, নতুন গাড়ি কেনে: গাজী
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৫০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ২১:৫৮
নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, আমি যেখানেই যাচ্ছি ভোটারদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। ভোটাররা উন্নয়নের পক্ষে থেকে নৌকা প্রতীকে ভোট দেবেন বলে আশা করছি।
নির্বাচনে তার প্রতিপক্ষের ভূরিভোজ করানো এবং নতুন গাড়ি কিনে প্রচার চালানো বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘যাদের কাছে শুধু অর্থ আছে কিন্তু নির্বাচনে সমর্থন নেই—তারা এভাবে ভূরিভোজ করবে। নানাভাবে তারা নতুন গাড়ি কিনবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূরিভোজ করিয়েছে। এটি নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন। এই বিষয়ে আমরা অভিযোগ করব।’
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরপা মোল্লা বাড়ি এলাকায় গণসংযোগকালে এই মন্তব্য করেন গোলাম দস্তগীর গাজী
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভূরিভোজ করানোর অভিযোগ ওঠে। এছাড়াও, নির্বাচনি হলফনামায় তার নগদ কোনো অর্থ দেখানো না হলেও ভোটের মাঠে কোটি টাকা মূল্যের এক ব্রান্ড নিউ প্রাডো গাড়ি নামিয়ে আলোচনা-সমালোচনায় বিদ্ধ হন শাহজাহান ভূইয়া।
সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন
রূপগঞ্জে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থী হওয়ায় তাকে স্বাগত জানিয়ে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সারাদেশের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন রূপগঞ্জেই হবে। তিনি তৃণমূলের মহাসচিব। একটি দলের সেক্রেটারি দাঁড়িয়েছে। এটি আমাদের জন্য সম্মান বয়ে আনবে। এ জন্য আমরা চাই তিনি ভালোভাবে ইলেকশন করুক। কারণ এর মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এটিকে আমরা সমর্থন করি।’
স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘তাদের কোনো কর্মসূচি নেই। দুই একটা মিছিল হয়। আর আমাদের ১২৯টি কেন্দ্রেই নৌকার মিছিল হচ্ছে। যুবলীগের মিছিল হচ্ছে। মহিলা লীগের মিছিল হচ্ছে। যুব মহিলা লীগের মিছিল হচ্ছে। আওয়ামী লীগের মিছিল হচ্ছে। একটি গ্রামে চার-পাঁচটি অংশে মিছিল হচ্ছে।’
এ দিন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন গোলাম দস্তগীর গাজী।
সারাবাংলা/এসবি/একে
গোলাম দস্তগীর গাজী জাতীয়-নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা প্রতীক ভোটের মাঠ