Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলার মহাব্যবস্থাপক মিয়া ফয়সালের রুহের মাগফিরাত কামনায় দোয়া

সারাবাংলা ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট এবং দৈনিক সারাবাংলার মহাব্যবস্থাপক মিয়া ফয়সালের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ আছর রাজধানীর কলাবাগান তেঁতুলতলা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নিজামুদ্দিন চৌধুরী, দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম, সারাবাংলা ডটনেটের নিউজরুম এডিটর নাজিম উদ্দিন খান, ভিজুয়ালাইজার তৌহিদুল ইসলাম সাব্বির ছাড়াও বন্ধু, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষিরা অংশ নেন।

বিজ্ঞাপন

রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। পরে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে শায়িত করা হয়।

মিয়া ফয়সাল হোসেনের জন্ম ১৯৬৯ সালের ১০ জুলাই খুলনার সোনাডাঙ্গায়। বাবা মিয়া মুসা হোসেন ছিলেন রাজনীতিবিদ। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। একই সংসদে তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন।

# সারাবাংলার মহাব্যবস্থাপক মিয়া ফয়সালের দাফন সম্পন্ন

# সারাবাংলা’র মহাব্যবস্থাপক মিয়া ফয়সাল আর নেই

সারাবাংলা/এনইউ