Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৪ জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ১৬:০৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বার্তাসংস্থা মিজানের খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ইহুদিবাদী শাসনের সঙ্গে সম্পর্কিত একটি নাশকতাকারী গোষ্ঠীর চার সদস্যকে আজ শুক্রবার সকালে ফাঁসি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ব্যাপারে মিজানের প্রতিবেদনে বলা হয়, পুরুষ তিনজনের নাম- ভাফা হানারেহ, আরাম ওমারি এবং রহমান পারহাজো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর নাম নাসিম নামাজি।

মিজানের খবরে বলা হয়, এই চারজন ইসরাইলের মোসাদ কর্মকর্তাদের নির্দেশে ইরানের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন।

এই চারজনকে ইরানের মোহারেবেহ নামক আইনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি এমন একটি ইসলামী আইনি শব্দ যার অর্থ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করা।

সারাবাংলা/আইই

ইরান টপ নিউজ মোসাদ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর