আমরা সিরিজ জিততে চাই: মাহেদি
২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:০৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫:২৯
বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই এবার নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে দলের বাইরে। ইনজুরির কারণে নিউজিল্যান্ড যেতে পারেননি মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেনের মতো ক্রিকেটাররাও। তামিম ইকবাল অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে। তবে দলের অন্যতম সেরা কয়েকজন ক্রিকেটারদের রেখে গিয়েও নিউজিল্যান্ডে মাত করছে বাংলাদেশ।
অতীতে নিউজিল্যান্ডে কখনোই ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতেনি বাংলাদেশ। এবার দুই বান্ধত্বই ঘুচেছে। কদিন আগে ওয়ানডে জেতার পর আজ প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতেও জিতেছে বাংলাদেশ। নেপিয়ারে আজ দাপট দেখিয়েই জিতেছে বাংলাদেশ। আগে বোলিং করতে নেমে কিউইদের মাত্র ১৩৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের রাস্তা পাকা হয়েছিল। পরে আট বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।
বল হাতে ১৪ রানে দুই উইকেট ও ব্যাট হাতে ১৬ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলা শেখ মাহেদি ম্যাচ সেরা হয়েছেন। ম্যাচ শেষে শেখ মাহেদি বলেছেন, ঐতিহাসিক এই জয়টা সকলের। সংবাদ সম্মেলনে মাহেদি বলেন, ‘নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেলাম। অবশ্যই এটা আমাদের দেশ, মানুষ ও দলের জন্য গর্বের ব্যাপার।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে বাংলাদশের স্বপ্ন এখন সিরিজ জয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেটা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।’ সংবাদ সম্মেলনে শেখ মাহেদিও বললেন তেমনটা, ‘আমরা সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি। মাউন্ট মঙ্গানুইতে টেস্টে আমাদের অনেক ভালো সুখস্মৃতি আছে। এজন্য টি-টোয়েন্টিতে ভালো প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা দেখছি পরের দুই ম্যাচে। আমরা প্রতিটা সিরিজ যেগুলো খেলি না কেন। সবাই তো জেতার জন্য খেলে, কেউ হারার জন্য খেলে না। হয়তো ম্যাচের ওপর নির্ভর করে, উঠানামা হয়। এটা নির্ভর করে বাইশ গজে আপনি কীভাবে ব্যাটিং, বোলিং করতেছেন, প্রয়োগ কীভাবে করছেন। একটা খেলোয়াড়ও হারার জন্য এখানে আসে না, সবাই জেতার জন্য আসে।’
আজ প্রতিপক্ষকে মাত্র ১৩৪ রানে গুটিয়ে দিয়ে জয়ের রাস্তাটা পাকা করেছেন বাংলাদেশের বোলাররাই। তরুণ দুই পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও স্পিনার শেখ মাহেদি দুর্দান্ত বোলিং করেছেন। বোলারদের প্রসংশা ঝড়ল শেখ মাহেদির কণ্ঠেও, ‘আমাদের পেস বোলার সবাই ভালো করছে। একটা দল জিততে হলে আসলে সবার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। এক দুই জনের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ না। দল হয়ে খেলা, দলের পারফর্ম ছোটখাটো সবাই কমবেশি করে। আমরা স্পিনাররা ভালো বোলিং করেছি, পেস বোলাররা ভালো বল করেছে। এজন্য হয়তো কম রানে আটকাতে পারছি, আমরা জিতছি।’
‘বোলাররা যখন একটা ভালো সমর্থন দেবেন দলের জন্য। অবশ্যই দলের জন্য আত্মবিশ্বাস অনেক বড় হয়ে যায়। লাস্ট ম্যাচে বোলিং ইউনিটটা যে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ওই মেসেজগুলো হয়তো বোলারের ভেতর আছে। এই কন্ডিশনে জিততে হলে বোলারদের এরকম স্মার্ট বোলিং করতে হবে। এজন্য সবাই চিন্তা করছে ভালোভাবে। আমাদের যে কয়জন বল করেছে, সবাই মিলে খুব ভালো বল করেছে।’-যোগ করেছেন মাহেদি।
সারাবাংলা/এসএইচএস/ এফএম