Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখের অস্বস্তিতেই বিশ্বকাপে সাকিবের ব্যাটিং ব্যর্থতা?

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:১২

বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়েই ভারতে পা রেখেছিলেন তারা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করলেও বাংলাদেশ দলের পরের গল্পটা শুধুই হতাশার। ৯ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ, কোনোমতে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে। দলের অধিনায়ক হিসেবে ব্যাট-বলে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসানও। কিন্তু ঠিক কি কারণে এমন ভরাডুবি? ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলছেন, চোখের সমস্যার কারণে পুরো বিশ্বকাপেই ধূসর দৃষ্টি নিয়েই ব্যাট করেছে তিনি। আর এই অস্বস্তিতেই দেখা মেলেনি সাফল্যের।

বিজ্ঞাপন

২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে অবিশ্বাস্য সাফল্য পেয়েছিলেন সাকিব। ইংল্যান্ডের মাটিতে করেছিলেন ৬০৬ রান। সেই সাকিবই এবার ভারতের মাটিতে ৭ ম্যাচে করেছেন মাত্র ১৮৬ রান। টুর্নামেন্ট চলার মাঝপথে ঝটিকা সফরে দেশে ফিরে শৈশবের কোচের সাথে বিশেষ অনুশীলনেও খুব একটা লাভ হয়নি। নিজের স্বভাবসুলভ ব্যাটিং থেকে অনেকটাই দূরে ছিলেন সাকিব।

কিন্তু সাকিবের এমন বাজে ব্যাটিংয়ের পেছনে কারণটা কি? সেটা সাকিব খোলাসা করেছেন নিজেই। সাকিব বলছেন, পুরো বছরজুড়েই চোখের সমস্যায় ভুগেছেন তিনি। আর এতেই প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে, ‘শুধু বিশ্বকাপের দুই এক ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টজুড়েই চোখের এই সমস্যায় ভুগেছি। এটার কারণেই হয়তো আমার ব্যাটিংটা আশানরুপ হয়নি। ব্যাটিং খুবই অস্বস্তি নিয়ে করেছি। ডাক্তারের কাছে যাওয়ার পর তারা জানিয়েছিল আমার কর্নিয়াতে পানি জমেছে। কিছু ড্রপ দিয়ে আমাকে বলেছিল নিজের উপরে চাপ কমাতে। আমি জানিনা চাপের কারণে এমনটা হয়েছিল কিনা। বিশ্বকাপের পর যখন আবারও ডাক্তারের কাছে গেলাম তখন তো কোন চাপে ছিলাম না। বিশ্বকাপ শেষ তাই স্বাভাবিকভাবেই চাপ ছিল না।’

বিশ্বকাপের অল্প কিছুদিন আগেই ওয়ানডে দলের নেতৃত্ব পান সাকিব। সাকিব মনে করেন, এটা আরও আগে পেলে প্রস্তুতি নিতে সুবিধা হতো তার, ‘আমি আগেও অধিনায়কত্ব করেছি। তাই এটার কারণে চাপ ছিল সেটা বলব না। তবে নেতৃত্ব যদি আগে পেতাম তাহলে সবাইকে প্রস্তুত করার সময়ও পেতাম এবং বিশ্বকাপেও সেভাবে যেতাম। আমি যেভাবে চাই দল আসলে সেভাবে প্রস্তুত ছিল না। শুধু বিশ্বকাপ না, ২০২৩ সালের পুরোটা সময়জুড়েই ওয়ানডেতে দলের পারফরম্যান্স ভালো ছিল না।’

বিজ্ঞাপন

খেলার পাশাপাশি এবার রাজনীতিতেও জড়িয়েছেন সাকিব। এবার মাগুরা থেকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা কি তার খেলায় প্রভাব ফেলবে? সাকিব অবশ্য এমনটা মনে করছেন না, ‘আমার মনে হয় ক্রিকেট ও রাজনীতি একসাথে সামলানো সম্ভব। আমি অতীতেও এটা করেছি, ভবিষ্যতেও পারব, এই আত্মবিশ্বাস আমার আছে। বোর্ডের সাথে আমার কোন ভুল বুঝাবুঝি হবে না কারণ আমি সোজা সাপটা কথাই বলি।’

সারাবাংলা/এফএম

নির্বাচন বাংলাদেশ বিশ্বকাপ ব্যর্থতা সাকিব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর