Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্র্যাঞ্চাইজি লিগে ‘অতি আগ্রহে’ শাস্তির মুখে তিন আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩ ১০:১৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১০:২০

গত এক দশকে বিশ্বজুড়ে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। অনেক ক্রিকেটারই জাতীয় দলের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগকেই। আফগানিস্তান ক্রিকেটে এবার বেশ জোরালোভাবেই ধাক্কাটা লাগলো। জাতীয় দলের চেয়ে এসব লিগে অতিরিক্ত আগ্রহের অভিযোগে শাস্তির মুখোমুখি হচ্ছে তিন আফগান ক্রিকেটার। মুজিবুর রহমান, নাভিন উল হক ও ফজল হক ফারুকিকে আগামী দুই বছরের জন্য সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র না দেওয়ার ঘোষণা দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

আফগান ক্রিকেটারদের মাঝে রশিদ খানের পর সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মুজিব, নাভিন ও ফারুকির। ২০২৪ সালে বছরজুড়েই আইপিএলসহ বেশ কয়েকটি লিগে খেলবেন তারা। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের দায়িত্ব কমিয়ে এসব লিগে খেলার ব্যাপারে বেশি উৎসাহী তারা। এই কারণে জাতীয় দলের চুক্তি থেকেও নিজেদের সরিয়ে রাখার আবেদনও করেছিলেন মুজিব-নাভিনরা।

আর এমন আবেদনেই চটেছে আফগান বোর্ড। নাভিন, মুজিব ও ফারুকিদের বিরুদ্ধে তাই কঠিন শাস্তিমূলক ব্যবস্থাই নেবেন তারা, ‘জাতীয় দলের চুক্তিতে না থাকতে চাওয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি অতি আগ্রহের ব্যাপারটা মোটেও কাম্য নয়। জাতীয় দলের হয়ে খেলা তাদের প্রধান দায়িত্ব। তাদের এমন মনোভাবের কারণে বোর্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আফগান ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের স্বার্থেই।’

এই তিন ক্রিকেটারকে আগামী দুই বছর কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ছাড়পত্র দেবে না আফগান বোর্ড। বর্তমানে কোন ছাড়পত্র পাওয়া থাকলে সেটাও বতিল করেছে বোর্ড। একই সাথে জানুয়ারি থেকে নবায়ন হতে যাওয়া জাতীয় দলের চুক্তিতেও থাকছেন না নাভিন, মুজিব ও ফারুকি। আগামী এক বছর এই চুক্তিতে থাকা হচ্ছে না তাদের। তাদের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুজিবকে এবার আইপিএলে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি এই মুহূর্তে বিগ ব্যাশে খেলছেন মেলবোর্নের হয়ে। নাভিনকে দলে রেখেছে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস। ফারুকিকেও দলে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই শাস্তির ব্যাপারে এখনো নিজেদের মতামত জানাননি তিন ক্রিকেটারের কেউই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইপিএল আফগানিস্তান নাভিন ফারুকি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ বোর্ড মুজিব শাস্তি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর