Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোনো সংঘাত হয়নি: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১৮:০০

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তেমন কোনো সংঘর্ষ, সংঘাত হয়নি। দু-একটি ছোট ঘটনা যা ঘটছে তা সামাজিক বিরোধ থেকে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবউল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণার আগে সাংবাদিকদের এ কথা বলেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবউল আলম হানিফ এদিন কাঞ্চণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

হানিফ বলেন, নির্বাচন নিয়ে সংঘাতের কথা বলার আগে বিএনপি যে সন্ত্রাসী দল হয়ে গেছে সেটা স্বীকার করতে হবে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে।

সারাবাংলা/এনইউ

কুষ্টিয়া টপ নিউজ হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর