Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৩ দিন গণসংযোগ চালাবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:১৪

ঢাকা: অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারি ভোট বর্জনে জনমত গড়তে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সারাদেশে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিযর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি পালন করা হবে।’

বিএনপির সঙ্গে মিল রেখে রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সমমনা জোট ও রাজনৈতিক দলগুলো।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবে হামলা, পিটিয়ে পুলিশ হত্যা, পুলিশ হাসপাতালে ভাঙচুরের প্রেক্ষিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের গ্রেফতারের পর বিএনপিসহ সমমনা জোটগুলো এ পর্যন্ত চার দফায় ৫ দিন হরতাল এবং ১২ দফায় (রোববারসহ) ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

এরপর অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে গণসংযোগ ও লিফলেট বিতরণে দ্বিতীয় দফায় এই কর্মসূচি দিলো বিএনপি।

সারাবাংলা/এজেড/এমও

গণসংযোগ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর