‘ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে আইন সংশোধন করা হয়েছে’
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:০০
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:০০
নওগাঁ: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করা একটি সাংবিধানিক অধিকার। মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন সংশোধন করা হয়েছে। যার বাধা দেবে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।’
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাধারণ ভোটারদের কেউ ভয় বা হুমকি দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে রাশেদা সুলতানা আরও বলেন, ‘মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট-আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’
আগামীতেও নির্বাচনের পরিস্থিতি ভালো থাকবে এবং ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবে বলেও আশা করেন তিনি।
সারাবাংলা/এমও