Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতি দিয়েই ভারতকে ঘায়েল করতে চায় দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩ ১১:৫৯

দেশের বাইরের পেস বান্ধব পিচে ভারতের সাফল্যের হার ঘরের মাঠের চেয়ে বেশ কম। বিগত কয়েক বছরে কিছুটা উন্নতি করলেও এখনো বিদেশের মাটিতে খুব একটা স্বস্তি নিয়ে খেলতে পারে না ভারত। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই ব্যাপারটাকেই টার্গেট করছে দক্ষিণ আফ্রিকা। বক্সিং ডে টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা কোচ সুকরি কোনরাদ বলছেন, রাবাদা-এনগিদিদের গতিতেই ধরাশায়ী হবেন কোহলি-রোহিতরা।

কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি দুইজনই ভুগছেন ইনজুরিতে। ২৬ ডিসেম্বরের প্রথম টেস্টের আগে যদিও দুজনেরই সুস্থ হয়ে দলে ফেরার কথা রয়েছেন। আর এমনটা হলে দুই পেসারের গতির উপরেই বেশি ভরসা রাখছেন কোনরাদ, ‘তারা বিশ্রাম থেকে ফিরে একদম নতুন উদ্যমে মাঠে নামবে। আমি সবসময়ই এটার পক্ষে। টেস্টে নামার আগে কিছু ঘরোয়া লিগ খেলতে পারলে ভালো হতো যদিও। যদি তারা একাদশে থাকে তাহলে তাদের গতিই আমাদের দলের বোলিং আক্রমণের মূল শক্তি হবে। এটা দিয়েই আমরা প্রতিপক্ষকে বিপদে ফেলতে চাই।’

বিজ্ঞাপন

নিজেদের ইতিহাসে কখনোই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবারও সেই রেকর্ড ধরে রাখার ব্যাপারে বধ্য পরিকর প্রোটিয়া কোচ, ‘ভারত এখানে কখনোই টেস্ট সিরিজ জেতেনি। আমাদের লক্ষ্য থাকবে এই রেকর্ড যেন অক্ষুণ্ণ থাকে। প্রথম টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এখানে জিতলে আপনি আর সিরিজ হারতে পারবেন না। আর হেরে গেলে সিরিজ জয়ের আর সুযোগ নেই। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামব।’

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।

সারাবাংলা/এফএম

কোহলি ক্রিকেট গতি দক্ষিণ আফ্রিকা পেসার ভারত রাবাদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর