Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে রোববার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ০০:৩৬

রংপুর: রংপুর নগরীতে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগরের সব দলীয় নেতাকর্মীর মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচির খবর জানিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী তিন সংগঠন।

মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে হরতাল সফল করতে রংপুর মহানগরবাসীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/টিআর

বিএনপির হরতাল রংপুর রংপুর মহানগর হরতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর