Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জানুয়ারি থেকে গার্মেন্টসে শ্রমিক ধর্মঘটের হুঁশিয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ২২:০৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৬

রাজপথে শ্রমিকদের সমাবেশ।। ফাইল ছবি

ঢাকা: আগামী ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) নামে একটি সংগঠন। সংগঠনটির এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক অন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

অপর এক অনুষ্ঠানে, আগামী ১ জানুয়ারি থেকে সর্বাত্মক শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানেও সরকারবিরোধীরা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, বিএনপি ও বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা রাজনৈতিক সংগঠনগুলো প্রকাশ্যে শ্রমিক আন্দোলনকে উসকে দিচ্ছে। তার অংশ হিসেবেই এসব কর্মসূচি ডাকা হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিসহ অন্যান্য দাবি পূরণ না হলে দাবি পূরণ না হলে আগামী ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। যত দিন শ্রমিকদের দাবি পূরণ না হবে তত দিন কারখানাগুলো বন্ধ থাকবে বলেও জানিয়েছে ‘এসএসপি’।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সম্মিলিত শ্রমিক পরিষদের উদ্যোগে এক গোলটেবিল আলোচনায় এসব কথা জানান এসএসপির প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক অন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নেতা নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সরকারবিরোধী একাধিক নেতা।

রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দেবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব। সরকার দাবি আদায়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে।’

বিজ্ঞাপন

এসএসপির প্রধান সমন্বয়ক ফয়েজ হোসেন বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট শুরু হবে। যতদিন না দাবি পূরণ হয় ততদিন কারখানাসমূহ বন্ধ থাকবে। আগামীকাল থেকে সব সেক্টরে গণসংযোগ চলবে। সব রাজনৈতিক দল, ছাত্র, কৃষক ও শ্রমিক সংগঠনসহ সবার প্রতি আহ্বান, ধর্মঘটকে সর্বাত্মক হরতালে পরিণত করে সফল করার উদ্যোগ নিন।’

এছাড়া, অপর এক অনুষ্ঠানে আগামী ১ জানুয়ারি থেকে সর্বাত্মক শ্রমিক ধর্মঘটে হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২৩ ডিসেম্বর) ‘নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার’ শীর্ষ আলোচনা সভায় যোগ দিয়ে মান্না এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সভার আয়োজন করে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। দু’টি অনুষ্ঠানেই বিএনপিপন্থী ও সরকারবিরোধী কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

শ্রমিক ধর্মঘট সরকারবিরোধী হুশিয়ারি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর