তানজিম-শরিফুলে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৪
নেপিয়ারে হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে বোলিং নেওয়ার পর বল হাতে তানজিম সাকিব ও শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। সাকিব-শরিফুলের জোড়া আঘাতে পাওয়ারপ্লেতের মাঝে দুই উইকেট হারানো নিউজিল্যান্ড ১৯ ওভারের মাঝে চার উইকেট হারিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না।
নেপিয়ারে বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন সাকিব। চতুর্থ ওভারেই রাচিন রবীন্দ্রকে ফেরান তিনি। ৮ রান করা রাচিন ফিরেছেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে, দলের রান তখন ১৬। ৮ম ওভারে সাকিবের বলেই প্যাভিলিয়নে ফেরেন হেনরি নিকলস। ১ রান করা নিকলস আউট হন শান্তর হাতে ক্যাচ দিয়ে। ২২ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছিল কিউইরা।
এমন অবস্থায় দলের হাল ধরেন ট্ম লাথাম ও উই ইয়ং। দেখেশুনেই খেলছিলেন দুইজন। রানের গতি খুব বেশি না হলেও উইকেট পড়তে দেননি কেউই। তবে এই জুটিকে বেশি বড় হতে দেননি শরিফুল। ১৭ তম ওভারে লাথামকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন তিনি, লাথাম ফেরেন ২১ রানে। পরের ওভারেই শরিফুল ফিরিয়েছেন ইয়ংকেও। মিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ২৬ রান করা ইয়ং।
১৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬২ রান করেছে নিউজিল্যান্ড।
সারাবাংলা/এফএম