Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলে বড় নাশকতার ছক, রাতের লোকাল-মেইল ট্রেন বন্ধ

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৩ ২০:৪৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ২১:১৭

ঢাকা: রাজধানীর ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করতে বিএনপি-জামায়াত বড় ধরনের নাশকতার ছক করেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে রেলে বড় নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ে বিভাগ।

এরমধ্যে ট্রেনের যাত্রীদের ছবি তোলা ও ভিডিও করা, রেললাইন পাহারায় বিপুল সংখ্যক আনসার মোতায়েন, গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগানো এবং বিভিন্ন রুটে রাতে চলাচলকারী মেইল ও লোকাল ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যে জানা যায়, রেলপথে বড় নাশকতার অংশ হিসেবে যাত্রীবেশে ট্রেনের ভেতর আগুন লাগানো, স্টেশনে থাকা ট্রেনে হামলা, রেললাইন উপড়ে ফেলা, স্লিপারের নাট খুলে ফেলা, বাইরে থেকে ট্রেনে আগুন দেওয়া, রেললাইনে গাছের গুড়ি ফেলে রেলপথ অকার্যকর করাসহ নানারকম নাশকতা করেছে বিএনপি-জামায়াত। ঘন কুয়াশায় এসব নাশকতা করার পরিকল্পনা নিয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দাদের দাবি, ২৮ অক্টোবরের পর ট্রেনে ছোট বড় ১৯টির মতো নাশকতা হয়েছে। এসব নাশকতার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবাই বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯ ডিসেম্বর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যে ভয়াবহ নাশকতা করা হয়েছে সেটিও বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন পুলিশ। এ ঘটনায় নারী শিশুসহ চারজন প্রাণ হারায়।

এর আগে ১৬ ডিসেম্বর ভোরে গাজীপুরে রেললাইন উপড়ে ফেলায় হাওর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন যাত্রী মারা যান। পরবর্তীতে গাজীপুর মহানগর পুলিশ যাদের গ্রেফতর করে তাদের সবাই বিএনপির নেতাকর্মী।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘গাজীপুরে যারা রেলে নাশকতা চালিয়েছে তারাই মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে। জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।’

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘ট্রেন যাত্রার আগে বা পরে যাত্রীদের ভিডিও ফুটেজ ও ছবি তুলতে বলা হয়েছে নিয়োজিত রেল পুলিশের সদস্যদের। পরবর্তীতে কোনো ঘটনা ঘটে থাকলে শনাক্ত করতে সুবিধা হবে। এরইমধ্যে ছবি তোলা ও ভিডিও করার কাজটি শুরু হয়েছে।’

রেলওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি দিদার আহম্মদ সারাবাংলাকে বলেন, ‘নাশকতা এড়াতে সতর্কবস্থায় রয়েছে রেলওয়ে পুলিশ। সারাদেশে রেলওয়ের নিজস্ব বাহিনী আরএনপি, রেলওয়ে পুলিশ এবং আনসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতা বাড়ানো হয়েছে। নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সাধারণ জনগণের নিরাপদ বাহন হিসেবে পরিচিত রেলকে বাঁচাতে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।’

রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, ‘নাশকতা এড়াতে রাতের মেইল ও লোকাল ট্রেন সাময়িক বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘রেলের নিরাপত্তায় বিপুল সংখ্যক আনসার সদস্যকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাতে রেললাইন পাহারা দেবে আনসার সদস্য ও রেলের নিজস্ব বাহিনীর সদস্যরা। এছাড়া সিসি ক্যামেরা আওতা বাড়ানো হয়েছে। সেগুলোর কাজও চলছে।’

সারাবাংলা/ইউজে/একে

গোয়েন্দা জাতীয়-নির্বাচন টপ নিউজ ডিবি নাশকতা বিএনপি-জামায়াত রেল যোগাযোগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর