Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কর প্রদানে সমস্যায় পড়লে রাজস্ব বোর্ডে যোগাযোগ করুন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৯

ঢাকা: কর দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা কিংবা কমিশনারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা প্রদান-২০২৩ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার।

বিজ্ঞাপন

গত ২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেওয়া হয়। এর মধ্যে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও ১১টি অন্যান্য শ্রেণিতে পুরষ্কার দেওয়া হয়েছে। গেল ৫ ডিসেম্বর বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা কর প্রদানে অটোমেশন থেকে যত রকমের সহজ পদ্ধতি রয়েছে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। নতুন আয়কর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা অনুরোধ করব, যখনই ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, তখনই বিসিএস কর্মকর্তা ও কমিশনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রতিটি কর অঞ্চলে একটি নির্দিষ্ট দিনে গণশুনানি হয়, আপনারা সরাসরি সেখানে অভিযোগ দায়ের করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমাদের অনেক প্রতিবেশি দেশ সমস্যায় পড়েছে। আমরা যাতে এই সমস্যায় না পড়ি, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনার সময় যখন সারাবিশ্বে টালমাটাল অবস্থা ছিল তখনও আমরা ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। যেটা বিশ্বের সামান্য কয়েকটি দেশ অর্জন করতে পেরেছে। এই প্রবৃদ্ধি অর্জনের প্রধান হাতিয়ার আমাদের রাজস্ব। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক। আশাকরি বছর শেষে রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।’

প্রসঙ্গত, গেল কয়েক বছরের মতো এবারও সেরা করদাতা নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের কর্ণধার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক এবং গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মূর্তজা পাপ্পা। পিতা ও পুত্র এবার দুই ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। আর ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন তার ছেলে গোলাম মূর্তজা পাপ্পা। নিজ ও বাবা উভয়ের সম্মাননা গ্রহণ করেন গোলাম মূর্তজা পাপ্পা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

রাজস্ব বোর্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর