Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যে স্বপ্ন আমার বাবা দেখেছেন সেটাই বাস্তবায়ন করতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৩ ১৩:১৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ০১:২৭

সিলেট: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বার্তা একটাই— দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন আমার বাবা দেখেছেন, আমি সেটাই বাস্তবায়ন করতে চাই।’

বুধবার (২০ ডিসেম্বর) হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা এ কথা বলেন। এদিন সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আবার সরকার গঠন করলে পুরো বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করব। কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। সিলেটে কোনো ভূমিহীন, গৃহহীন মানুষ নেই। মানুষের মৌলিক চাহিদা আমরা পূরণ করছি।’

ভোট জনগণের সাংবিধানিক অধিকার উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সেই ভোট জনগণ দেবে। ভোট দিতে জনগণ আসবে। তাদের বাধা দেওয়া, তাদের খুন করার অধিকার কারও নাই। এটা বাংলাদেশের মানুষ মানবেও না। এটা যারা করবে, তাদের একদিন এ দেশের মানুষ উৎখাত করবে।’

সিলেটে দুই সুফি সাধকের মাজার জিয়ারতের পর বিকেলে জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এরপর বেশকিছু জেলায় তিনি জনসভায় যুক্ত হবেন ভার্চুয়ালি। কেবল বরিশাল, গোপালগঞ্জ ও মাদারীপুরের জনসভায় সশরীরে উপস্থিত থাকবেন তিনি।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার বিকেলে জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজারে যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই/এমও

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর