Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১৩ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৪১

চট্টগ্রাম ব্যুরো: মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ১১৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সম্মানির টাকা তুলে দেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

তরুণদের মাঝে সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহবান জানিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে রেজাউল বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধুর ডাকে যাদের সঙ্গে যুদ্ধ করেছি তাদের অনেকেই আর বেঁচে নেই। আমিসহ আমার সহযোদ্ধারাও জীবনের শেষপ্রান্তে। আমাদের মুক্তিযোদ্ধাদের শপথ হওয়া উচিত আমৃত্যু তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, চেতনা ও আদর্শকে তুলে ধরতে কাজ করা।’

তিনি আরও বলেন, ‘মানুষের মুক্তির যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি তা বাস্তবায়নে তরুণদের প্রস্তুত করতে হবে। সোনার বাংলা গড়ার অভিযাত্রায় পাড়ি দিতে হবে আরও বহুদূরের পথ। এ দায়িত্বটা তরুণদেরই নিতে হবে। কারণ তরুণরা যা পারে অন্যরা তা পারে না। মুক্তিযুদ্ধেও সম্মুখ সারির লড়াইয়ে ছিলেন মূলত তরুণরাই।’

ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করা ভারতের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। চিকিৎসাসহ যেকোন প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের ভিসা ও সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বে মডেলে পরিণত হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ়তর হবে বলে আমার বিশ্বাস।’

বিজ্ঞাপন

চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গবেষক মাহফুজুর রহমান, শহীদুল হক চৌধুরী সৈয়দ,সরোয়ার কামাল, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম ও কাউন্সিলর নুরুল আমিন।

সারাবাংলা/আইসি/এনইউ

চসিক মুক্তিযোদ্ধা সংবর্ধনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর